odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

এসএসসি’র ফল প্রকাশ শুক্রবার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ July ২০২৩ ১৭:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ July ২০২৩ ১৭:১৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুলাই (শুক্রবার) সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। এবার প্রথমবারের মতো সরকারি ছুটির দিন ফল প্রকাশ করতে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড। ওইদিন সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ।

এর আগে, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সংক্ষেপ তুলে ধরা হবে। এরপর বোর্ড থেকে একটি ক্লিকের মাধ্যমে সবার জন্য তা উন্মুক্ত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: