odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

অবশেষে সমাবেশের অনুমতি পেল আ.লীগ-বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ July ২০২৩ ০১:৪৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ July ২০২৩ ০১:৪৯

নাটকীয়ভাবে মহাসমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগের তিন সংগঠন এবং বিএনপি। ২৩ শর্তে তাদের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বিএনপিকে নয়াপল্টনে এবং আওয়ামী লীগকে বায়তুল মোকাররম গেটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি কমিশনার বলেন, আশুরার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দুটি রাজনৈতিক দলের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। তবে ২৩টি শর্ত সাপেক্ষে।



আপনার মূল্যবান মতামত দিন: