ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

রাজধানীর ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ July ২০২৩ ১৮:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ July ২০২৩ ১৮:২৪

বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা।

এতে পিছু হটেছে পুলিশ। অন্যদিকে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। থেমে থেমে সংঘর্ষ চলছে।

এদিকে, রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।

অন্যদিকে নয়াবাজার মোড়ে সকাল থেকেই শক্ত অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সাড়ে ১১টার দিকে ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। বিএনপি বলছে, সংঘর্ষে আহত হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ অসংখ্যা নেতাকর্মী।

গ্রেপ্তার করা হয়েছে শত শত নেতাকর্মী। 


আপনার মূল্যবান মতামত দিন: