odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

সৌদি পর্যন্ত রেলপথ নির্মাণ করবে ইসরায়েল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ July ২০২৩ ১৯:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ July ২০২৩ ১৯:১০

সৌদি আরব পর্যন্ত রেলপথ নির্মাণ করবে ইসরায়েল। রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রেললাইন সম্প্রসারণে দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলার খরচ করতে যাচ্ছে ইসরায়েল। এই রেললাইনটি ভবিষ্যতে সৌদি আরবের সঙ্গে যুক্ত হবে।

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে অগ্রসর হওয়ার জন্যই ইসরায়েলি প্রধানমন্ত্রী সৌদি আরব পর্যন্ত রেলপথ সম্প্রসারণের ঘোষণা দিলেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু ‘ওয়ান ইসরায়েল প্রকল্প’ সহ অবকাঠামোগত উদ্যোগের বিষয়ে কথা বলেন। নতুন রেলপথ সম্পর্কে তিনি জানান, এর মাধ্যমে দেশের ব্যবসায়িক এবং সরকারি কেন্দ্রগুলোতে দুই ঘণ্টা বা তারও কম সময়ের মধ্যে যাতায়াত করা যাবে।

সূত্র: আল আরাবিয়া নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: