odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের জামিন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ August ২০২৩ ২২:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ August ২০২৩ ২২:১৮

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নাশকতার অভিযোগে অভিযুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার বুয়েটের ৩১ ছাত্রসহ ৩৪ ছাত্রের মধ্যে ৩২ জনকে জামিন দিয়েছেন আদালত। ৫ হাজার টাকা বন্ডে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। ২ জন কিশোর থাকায় তাদেরকে শিশু কিশোর আদালতে জামিনের জন্য বলা হয়েছে। 

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আমলগ্রহণকারী আদালতের বিচারক মোহাম্মদ সাদিক ফারহান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই টাঙ্গুয়ার হাওরের পাড়ের গ্রাম দুধের আউটা এলাকা থেকে বুয়েটের বর্তমান ২৪ ছাত্র ও সাবেক ৭ জন ছাত্রসহ ৩৪ জন ছাত্রকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করে তাহিরপুর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। 



আপনার মূল্যবান মতামত দিন: