odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত চার পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ August ২০২৩ ১৫:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ August ২০২৩ ১৫:৩৯

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চার পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। বুধবার (২ আগস্ট) ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের মো. সোহেল (২৬), পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের দুলাল মিয়া (৫৫), একই গ্রামের আমীর হোসেন ওরফে মীর হোসেন ওরফে নাইক্কা (৩৬) ও পৌর এলাকার কাজীপাড়ার মো. উজ্জ্বল মিয়া (৪০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

অভিযানে গ্রেপ্তার হওয়া সোহেল ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের জরিমানায় দণ্ডিত, দুলাল মিয়া এক বছর তিন মাসের সাজাপ্রাপ্ত, আমীর হোসেন ওরফে মীর হোসেন ওরফে নাইক্কা ছয় মাসের সাজাপ্রাপ্ত ও উজ্জ্বল মিয়া ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। 



আপনার মূল্যবান মতামত দিন: