odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ব্রাজিলে পুলিশের অভিযান, ৫ দিনে নিহত ৪৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ August ২০২৩ ১৬:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ August ২০২৩ ১৬:২৬

ব্রাজিলের বিভিন্ন রাজ্যে পুলিশের অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। মাদক কারবারি এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করলে এই ঘটনা ঘটে। তিনটি রাজ্য রিও ডি জেনেরিও, সাও পাওলো এবং বাহিয়ায় এই অভিযান চালানো হয়। এখনও অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান দেশটিতে ৷ 

স্থানীয় সময় গতকাল বুধবার ভোর ৩টার দিকে মাদক পাচারকারী এবং পুলিশের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে অন্তত ১০ জন নিহত হয়। রিও ডি জেনেরিওর কমপ্লেক্সো ডা পেনহায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে গোলাগুলি শুরু হয়। পুলিশের দাবি, পাচারকারীরা পাল্টা গুলি চালালে এই প্রাণহানি ঘটে।

তবে অধিকার সংগঠনগুলো ব্রাজিলিয়ান পুলিশের এই অভিযানকে ‘প্রতিশোধমূলক’ বলে অভিযোগ করেছে



আপনার মূল্যবান মতামত দিন: