odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পান্না কায়সারের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ August ২০২৩ ২১:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ August ২০২৩ ২১:২২

শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ মস আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

তাঁরা বলেন, শহীদ সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ গভীরভাবে শোকাহত। শহীদুল্লাহ কায়সার শহীদ হওয়ার পর থেকে পান্না কায়সার সাংসারিক দায়িত্ব পালনের পাশাপাশি নব্য স্বাধীন বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক কার্যক্রমে নেতৃত্ব দেন। 

এছাড়াও পান্না কায়সার মহান জাতীয় সংসদেও ভূমিকা রাখেন। পাকিস্তানের বর্বর বাহিনীর অত্যাচার-নির্যাতনের শিকার বহু মা-বোনের পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর আদর্শের এ একনিষ্ঠ সৈনিকের মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর সংগ্রামমুখর জীবন থেকে নবীন প্রজন্মের অনেক কিছু শেখার আছে।

বিবৃতিতে পান্না কায়সারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: