odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমান ও স্বজনরা

পরিবারের সদস্যদের অশ্রুসিক্ত শ্রদ্ধা

odhikarpatra | প্রকাশিত: ২ January ২০২৬ ১৮:২৭

odhikarpatra
প্রকাশিত: ২ January ২০২৬ ১৮:২৭

🖊️ বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
📅 শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর কবর জিয়ারত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকালে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে তাঁরা কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন।

সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার কবরের পাশে উপস্থিত হন তাঁর নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় তাঁরা পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

পরিবারের সদস্যরা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করেন। তাঁদের উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের কবর জিয়ারত সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে পুনরায় সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত করা হয়।

ফজরের নামাজের পর থেকেই অসংখ্য দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন।

উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন বুধবার তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় রাজনৈতিক বিভেদ ভুলে সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা 



আপনার মূল্যবান মতামত দিন: