odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন হুন মানেট

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ August ২০২৩ ২১:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ August ২০২৩ ২১:৩৯

কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন চার দশক ধরে ক্ষমতায় থাকা হুন সেনের ছেলে হুন মানেট।

তাকে নতুন প্রধানমন্ত্রী ‘নিয়োগ’ দিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির রাজা নরোদম সিহামনি। তবে তার আগে মানেটকে সংসদে আস্থা ভোটে জিততে হবে।

মানেটকে নিয়োগ দেওয়ার বিষয়ে রাজার ডিক্রি জারির খবর হুন সেন নিজেই তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন।

সাবেক খেমার রুজ নেতা হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করেছেন। গতমাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর তিনি রাজনীতি থেকে অবসরে গিয়ে বড় ছেলের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ওই নির্বাচনে হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি সংসদের নিম্নকক্ষের ১২৫টি আসনের মধ্যে ১২০টি আসনে জয়লাভ করে। 



আপনার মূল্যবান মতামত দিন: