odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ August ২০২৩ ১৩:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ August ২০২৩ ১৩:২১

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাত্র দেড় মাসের মাথায় আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল বুধবার রাত ৮টা ১০ মিনিটে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে ম্যাডামের শারীরিক চেকআপ এবং কিছু উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব পরীক্ষার জন্য তাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে খালেদা জিয়া চিকিৎসাধীন। 



আপনার মূল্যবান মতামত দিন: