odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

কার্জন হল যাত্রীছাউনি থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ August ২০২৩ ১৯:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ August ২০২৩ ১৯:৩০

রাজধানীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে শাহবাগের কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম।

তিনি জানান, খবর পেয়ে কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে এক অজ্ঞতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: