odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মাই টিভির মুন্সিগঞ্জ প্রতিনিধির মোটরসাইকেল চুরি

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৮ October ২০১৭ ১৮:৪২

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৮ October ২০১৭ ১৮:৪২

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা থেকে মাই টিভি মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন-এর মোটরসাইকেল চুরি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে ২৮ অক্টোবর শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে এ ঘটণা ঘটে । মোটর সাইকেলটির নম্বর ঢাকা মেট্রো ল-২৫-৫৯৬৯ । রং ব্লু।

মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, সিরাজদিখান থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে র‌্যালীতে পেশাগত দায়িত্ব পালন করার জন্য থানার অফিসারদের মোটর সাইকেলের সাথে  মোটর সাইকেলটি রাখা ছিল। র‌্যালী ও অনুষ্ঠানের নিউজ কাভার করে থানায় এসে দেখি  আমার মোটর সাইকেলটি নেই । বিষয়টি জানাতে সিরাজদিথান থানার ওসি মোঃ আবুল কালামকে ফোনে পাওয়া না যাওয়ায় ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিনকে জানানো হয়। একই সাথে সিসি ক্যামেরায় বিষয়টি প্রত্যক্ষ করতে অনুরোধ জানানো হলে পুলিশ জানায় সিসি ক্যামেরাটি নষ্ট রয়েছে ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার,সিরাজদিখান সার্কেল কাজী মাকসুদা লিমা জানান, আমি কোচিয়ামোড়া একটি অনুষ্ঠানে আছি । থানায় এসে ব্যবস্থা ব্যবস্থা।



আপনার মূল্যবান মতামত দিন: