odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আমাদের মতো খেতে হয়,তারাওতো মানুষ 

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ October ২০১৭ ১৯:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ October ২০১৭ ১৯:৪৩

রোহিঙ্গাদের ক্যাম্পে রাখাইন গোষ্ঠীর এই মানুষটি ত্রাণসরবরাহ পৌছে দেয়ায় চরম নির্যাতনের শিকার হয়েছে টুন টিনের স্ত্রী। তারপরেও টুন টিনের মুখে উচ্চারিত হয়েছে, আমাদের মত তাদেরও খেতে হয় ,তারাওতো মানুষ। । 
 
রাখাইনে ত্রাণসরবরাহ নিষেধাজ্ঞা থাকায় অবস্থার বেশ অবনতি হয়েছে। পুরো রাখাইনজুড়ে এই অবরোধ না ভাঙতে রাখাইন নেতারা সবাইকে সতর্ক করে দিয়েছে। গত মাসে মাইবন শহরে কিছু নারী ২০১২ সালের পর ফের ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের জন্য ত্রাণ সরবরাহ নিয়ে গেলে সেটা রুখে দেয়। তখন উ টুন টিন তার যানে করে ত্রাণ রোহিঙ্গা ক্যাম্পে পৌছে দেয়।
 
আর এতেই বিক্ষুব্ধ জনতা টুন টিনের স্ত্রী ডাও সো চাইকে একটি আশ্রমে ধরে নিয়ে যায়। তাকে নির্যাতন করার পরে চুল কেটে দেয়া হয়। তার গলায় ‘জাতীয় প্রতারক’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে মাইবোন শহরে ঘোরানো হয়। এতকিছুর পরেও রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহ করে বিন্দুমাত্র অনুশোচনা নেই টুন টিনের। তিনি বলেন, ওই সময় তাদের ক্যাম্পে রেশন শেষ হয়ে এসেছিল। তারাওতো মানুষ, আমাদের মত তাদেরওতো খেতে হয়।


আপনার মূল্যবান মতামত দিন: