odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড : নিহত ১৬

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ August ২০২৩ ১৮:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ August ২০২৩ ১৮:১১

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পিন্ডি ভাটিয়ান শহরে একটি যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিকআপের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আজ রবিবার (২০ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি ফয়সালাবাদ থেকে পিন্ডি ভাটিয়ানের দিকে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে এগিয়ে আসতে থাকা একটি ডিজেলের ড্রামবাহী পিকআপের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। আর তার পরেই তাতে আগুন লেগে যায়। এ ঘটনায় বাস ও পিকআপের চালক উভয়ই নিহত হয়েছেন। 

পিন্ডি ভাটিয়ান পুলিশের এক কর্মকর্তা বলেন, 'দুর্ঘটনার পরেই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন। যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না।' বাসের জানালা ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। 

আহতদের দ্রুত পিন্ডি ভাট্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা প্রায় আশঙ্কাজনক। 

 



আপনার মূল্যবান মতামত দিন: