odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাল্য বিয়ের দায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরও

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩০ October ২০১৭ ১৮:২৭

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩০ October ২০১৭ ১৮:২৭

দেশে বাল্যবিবাহের জন্য সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র-কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদেরকে পদচ্যুত করার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২৮ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘২৪ ঘণ্টায় ৮ বাল্যবিবাহ বন্ধ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে নিয়ে আদালত এ আদেশ দেন।

রুলে বলা হয়, বাল্যবিবাহ বন্ধে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখবেন না, তা হতে পারে না। প্রতিটি বাড়িতে কার হাড়িতে কী রান্না হচ্ছে এটা জনপ্রতিনিধিরা ভালো করে জানে। জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার এ ধরনের বাল্যবিবাহের ঘটনা ঘটলে তারা দায়ী হবেন। জনপ্রতিনিধি হবেন আর দায়িত্ব নেবেন না, তা হবে না।

হাইকোর্টের রুলে জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকার সচিব, আইন সচিব, স্বরাষ্ট সচিব, সমাজ কল্যাণ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিবকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: