odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সামনে স্বাধীনতা রক্ষা করার চ্যালেঞ্জ : শামীম ওসমান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ August ২০২৩ ১৪:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ August ২০২৩ ১৪:০৫

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আজকে স্লোগান দেওয়ার সময় এসেছে যে বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ রক্ষা কর। আজকে এমন একটি পরিস্থিতি এসেছে, বঙ্গবন্ধু বলেছিলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমার মনে হচ্ছে সামনে আমাদের সে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সে ব্যাপারে আমি আপনাদের নির্দেশনা চাইছি। 

রবিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ সদরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি প্রস্তাব রাখছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সোহরাওয়ার্দী উদ্যানে জীবিত মুক্তিযোদ্ধা ও মৃতদের পরিবারের সদস্যদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করুন।

এসময় ইউএনও, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: