odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ভিয়েনায় একুশে আগস্ট স্মরণে আলোচনাসভা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ August ২০২৩ ২০:৪৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ August ২০২৩ ২০:৪৭

শোকাবহ পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ডেজনারটাসে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ভিয়েনায় সোমবার (২১ আগস্ট) বিকেলে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। এটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়াপ্রবাসী লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সর্ব-ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাবুল, মনোয়ার পারভেজ, ইমরুল কায়েস, মাহাবুব খান শামীম, জহিরুল ইসলাম তুহিন, কবিরুজ্জামান নোমান প্রমুখ। 

সভায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন: