odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত :ভারতের উত্তরপ্রদেশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ November ২০১৭ ০৯:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ November ২০১৭ ০৯:২২

এখন অনেকে দুর্ঘটনার শিকার ইউনিটের ভেতরে আটকা পড়ে আছেন। আহতদের বেশিরভাগই অগ্নিদগ্ধ।

দুর্ঘটনার পর এনটিপিসি'র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “রায়বরেলির উঁচাহারের এনটিপিসি ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্ল্যান্টে বুধবার বিকালে দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা ঘটেছে।”

সদ্য সংযুক্ত ষষ্ঠ ইউনিটের বয়লার পাইপ বিস্ফোরণের পর বিশাল আকারের অগ্নিগোলক বাইরে বেরিয়ে আসে। প্রচণ্ড ধূলার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে বলে জানায় এনডিটিভি।

আহতদের এনটিপিসি প্রাঙ্গণে অবস্থিত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের প্রায় ১১০ কিলোমিটার দূরে লক্ষনৌয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানায় এনডিটিভি।

১৯৮৮ সালে পাঁচটি ইউনিট নিয়ে উঁচাহার পাওয়ার প্ল্যান্টের যাত্রা শুরু হয়, তখন উৎপাদন ক্ষমতা ছিল ২১০ মেগাওয়াট। উৎপাদন ক্ষমতা বাড়াতে এ বছর মার্চে ষষ্ঠ ইউনিটের যাত্রা শুরু হয়।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহত প্রতেক্যের পরিবারের জন্য দুই লাখ এবং গুরুতর আহতদের জন্য ৫০ হাজার রুপি সাহায্যের ঘোষণা দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: