odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ September ২০২৩ ১৫:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ September ২০২৩ ১৫:০৫

ইন্দোনেশিয়ার প্রত্যন্ত উত্তর মালুকু প্রদেশে সোমবার একটি শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভারী ক্ষয়ক্ষতি বা মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা সুনামির কোনো সতর্তকতা ছাড়াই ভূমিকম্পের মাত্রা ৫.৯ বলে জানিয়েছে। মালুকু দ্বীপপুঞ্জের উত্তর অংশজুড়ে উত্তর মালুকু প্রদেশ বিস্তৃত। 

জিএফজেডের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাইলোলো থেকে ১১ কিলোমিটার উত্তর-পূর্বে হালমাহেরা দ্বীপের ১৬৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি কেন্দ্রস্থলের পশ্চিমে অবস্থিত উত্তর মালুকু ও উত্তর সুলাওয়েসির বেশ কয়েকটি শহরে অনুভূত হয়েছে।

সূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: