odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জবিতে শিক্ষার্থী না হয়েও বাগিয়ে নেন ছাত্রলীগের পদ

জবি প্রতিনিধি | প্রকাশিত: ১৩ September ২০২৩ ০৩:৫৯

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ September ২০২৩ ০৩:৫৯

জবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী না হয়েও বাগিয়ে নিয়েছিলেন ছাত্রলীগের পদ। নিয়মিত অংশ নিচ্ছিলেন বিভিন্ন কর্মসূচিতে। তবে সম্প্রতি বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। এরপর আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এক বিজ্ঞপ্তিতে ওই তরুণকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে।

ওই তরুণের নাম ইউনুস মাতব্বর। তিনি আইন বিভাগ ছাত্রলীগের ১ নম্বর সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন।

ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ইউনুস মাতব্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়ে এই পদ পান। তবে ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বলছেন, শুরুর দিকে কয়েকটি ক্লাসে অংশ নিলেও পরে আর কখনো ক্লাস বা পরীক্ষা অংশ নিতে দেখা যায়নি তাঁকে। যদিও ছাত্রলীগের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন তিনি। সর্বশেষ গত ২১ জানুয়ারি আইন বিভাগ ছাত্রলীগের ১ নম্বর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান ইউনুস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, ইউনুস মাতব্বর মিথ্যা প্রত্যয়নপত্র ও পরিচয়পত্র সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে জীবনবৃত্তান্ত জমা দিয়ে আইন বিভাগ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ পান। বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নজরে আসার পর বিষয়টি যাচাই করে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। তাঁকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: