odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

রাঢ়ীখালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-১

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি | প্রকাশিত: ১৭ September ২০২৩ ০০:৩৪

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
প্রকাশিত: ১৭ September ২০২৩ ০০:৩৪

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের  শ্রীনগরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় করিম বেপারী(৩৫) নামে একজন গুরুত্বর আহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালাশুর বানিয়া বাড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত করিম বেপারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত করিম বেপারী রাঢ়ীখাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর বালাশুর নতুন বাজার এলাকার মৃত মাইনুদ্দিন বেপারীর ছেলে। এঘটনায় আহতের বড় ভাই হযরত বেপারী বাদী হয়ে শাওন বেপারীসহ ৩জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, একই ইউনিয়নের পার্শ্ববর্তী ২নং ওয়ার্ডের বালাশুর বানিয়া বাড়ী এলাকার আনছার বেপারীর ছেলে শাওন বেপারী(৩৭), ফারুকের ছেলে মাহিম(২৪), ছন্দু বেপারীর নাতি ফয়সাল(২৫) গত বৃহস্পতিবার রাতে আহত করিম বেপারীকে একই এলাকার তাছের বেপারীর বাড়ী সামনে রাস্তায় পেয়ে তাদের সাথে পরের দিন বাড়ীতে গিয়ে দেখা করতে বলে। দেখা না করলে বাড়ী থেকে ধরে এনে হাত পা ভেঙে ফেলার হুমকি দেয়। কি কারনে দেখা করতে হবে এই কারণ না জানায় করিম আর দেখা করতে যায়নি। ঘটনার দিন করিম বেপারী শ্রীনগর থেকে অটো যোগে বাড়ীতে যাওয়ার জন্য রওনা হয়ে ঘটনাস্থলে পৌছলে শাওন বেপারীগং হাতে লাঠি শোঠা হাতে নিয়ে অটোগাড়ির গতিরোধ করে করিমকে অটো থেকে নামিয়ে হাত পা বেধে হত্যার উদ্দেশ্যে লাঠি, রোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে এবং পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: