odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ September ২০২৩ ১৯:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ September ২০২৩ ১৯:১৫

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজনে একটি বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে স্থানীয় সময় শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সিএনএন ব্রাজিলের সঙ্গে একটি সাক্ষাত্কারে বার্সেলোসের মেয়র এডসন ডি পাওলা রদ্রিগেস মেন্ডেস একটি মাঝারি আকারের বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিমানটিতে একজন পাইলট ও সহকারী পাইলট ছাড়াও ১২ জন পর্যটক ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন।

ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। তবে এখনো সেসব প্রতিবেদনের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। 

সূত্র: রয়টার্স, সিএনএন



আপনার মূল্যবান মতামত দিন: