odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

কপিরাইট আইনে মামলা করলেন কণ্ঠশিল্পী শাফিন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ September ২০২৩ ২২:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ September ২০২৩ ২২:৫৪

অনুমতি ছাড়া শতাধিক গান প্রচার করার অভিযোগে কপিরাইট আইনে মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদ মামলা করেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে তিনি এ মামলা করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, অনুমতি ছাড়া গান প্রচারের অভিযোগে শাফিন কপিরাইট আইনে ৭১/৮২/৯১ ধারায় মামলা করেছেন। আগামী ৫ নভেম্বর আসামিদের হাজির হতে সমন জারি করা হয়েছে।

এ মামলার আসামিরা হলেন- কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেডের এমডি আশিকুন নবী ও পরিচালক আশিফুন নবী।

মামলার অভিযোগে বলা হয়েছে, কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, এ্যাপল মিউজিকে প্রচার করে অপরাধ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: