odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঢাবির 'বিজয় ৭১' হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি | প্রকাশিত: ২০ September ২০২৩ ০৯:২৪

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ September ২০২৩ ০৯:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ওপর থেকে পড়ে ফিরোজ কাজী (২২) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। তিনি আধুনিক ভাষা বিজ্ঞান-এর চতুর্থ বর্যের শিক্ষার্থী ছিল। ২০১৯-২০ সেশসন। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ফিরোজ কাজীকে হাসপাতালে নিয়ে আসা বিজয় একাত্তর হলের শিক্ষার্থী মুহিব বলেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন। মঙ্গলবার রাতে আমরা হঠাৎ একটি শব্দ শুনতে পাই। গিয়ে দেখি ফিরোজ কাজী নিচে পড়ে আছেন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 



আপনার মূল্যবান মতামত দিন: