odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ঢাকার ২ প্রবেশমুখে বিএনপির সমাবেশ আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ September ২০২৩ ১১:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ September ২০২৩ ১১:২৭

ক্ষমতাসীন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর দুই প্রবেশমুখে সমাবেশ করবে বিএনপি। এরমধ্যে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে একটি, অন্যটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে।

দলীয় সূত্রে জানা গেছে, উত্তরার সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আর যাত্রাবাড়ীর সমাবেশ হবে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে।

সমাবেশ দুটি শুরু হওয়ার কথা রয়েছে বেলা ৩টায়। এরমধ্যে উত্তরার সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যাত্রাবাড়ীর সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি ও আবদুল মঈন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারাদেশে জেলা, মহানগর, থানা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করবে দলটি।



আপনার মূল্যবান মতামত দিন: