odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন : জার্মান পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ September ২০২৩ ১৮:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ September ২০২৩ ১৮:১৩

জাতিসংঘের কাজে গতি আনার জন্য এর সংস্কার প্রয়োজন বলে দাবি করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সভায় মঞ্চটির আমূল পরিবর্তনের বিষয়ে দ্রুত আলোচনার প্রস্তাব দেন তিনি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।’

আনালেনা বেয়ারবক বলেন, ‘এ বিষয়ে জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে কথা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এ বিষয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: