odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ইসরায়েলের আরব শহরে ৫ জনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ September ২০২৩ ১৩:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ September ২০২৩ ১৩:১৮

ইসরায়েলে পাঁচ আরব পরিবারের সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির নাজারেথের নিকটবর্তী আরব শহর ইয়াফা আন-নাসেরিয়েতে একটি গাড়ি ধোয়ার সময় বন্দুক হামলার ঘটনা ঘটে। যা কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, স্থানীয় অপরাধী চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, দুই পরিবারের মধ্যে বিবাদের সঙ্গে সম্পর্কিত হতে পারে ঘটনাটি।

ইসরায়েলে আরব সম্প্রদায়ের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলছে। এ নিয়ে অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী সরকার রক্তপাতকে উপেক্ষা করে যাচ্ছে। তার সরকার এই সহিংসতা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হতবাক এবং তার সরকার হত্যা বন্ধে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘অপরাধী সংগঠনের বিরুদ্ধে, এই খুনের বিরুদ্ধে আমি ইসরায়েল পুলিশকে সাহায্য করার জন্য শিন বেট (নিরাপত্তা পরিষেবা) আনতে বদ্ধপরিকর।’ পুলিশ বাহিনী বলেছে, তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজনদের ধরার চেষ্টা চলছে। 



আপনার মূল্যবান মতামত দিন: