odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

উজবেকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে হতাহত ১৬৩

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ September ২০২৩ ১৬:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ September ২০২৩ ১৬:২২

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বিমানবন্দরের কাছে একটি গুদামে রাতে হওয়া বিস্ফোরণে একজন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছে বলে বৃহস্পতিবার মধ্য এশিয়ার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

উজবেক স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, বিস্ফোরণে ২০০৬ সালে জন্মগ্রহণকারী এক কিশোর মারা গেছে এবং ১৬২ জন আহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩৮ জন সামান্য আহত হয়েছে এবং ২৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

শক্তিশালী বজ্রপাতের কারণে বিমানবন্দর এলাকার একটি গুদামে বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায় বলে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে বিস্ফোরণের পর উজবেকিস্তানের বৃহত্তম বিমানবন্দরটি স্বাভাবিকভাবে কাজ করছে বলে জাতীয় বার্তা সংস্থা উজা জানিয়েছে।

প্রসঙ্গত, উজবেকিস্তান মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে সবচেয়ে জনবহুল। পুরান সরঞ্জাম ব্যবহার ও নিরাপত্তা নীতি না মেনে চলায় অগ্নিকাণ্ড দেশটিতে একটি নিয়মিত ঘটনা।

সূত্র : এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: