odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ১২ সেনা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ September ২০২৩ ১১:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ September ২০২৩ ১১:০৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১২জন সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। শত শত বিদ্রোহীরা মোটরসাইকেলে করে এই হামলা চালায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীদের হামলার জেরে সৃষ্ট লড়াইয়ে ৭ সেনা নিহত হয়েছে এবং অন্য ৫ জন হামলার শিকার ইউনিটকে সাহায্য করার জন্য যাওয়ার পথে নিহত হয়। মূলত হামলার শিকার ইউনিটকে শক্তিশালী করার জন্য ঘটনাস্থলে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার মুখে পড়লে ওই ৫ জন নিহত হন।

হামলাটি ঘটেছে রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৯০ কিলোমিটার (১১৮ মাইল) দূরে কান্দাদজিতে। এই এলাকাটি মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের সীমান্ত অঞ্চলের কাছে, যেখানে গত কয়েক বছরে সাহেল অঞ্চলে ইসলামি বিদ্রোহের কেন্দ্রস্থল।

সূত্র: রয়টার্স 



আপনার মূল্যবান মতামত দিন: