odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

শরিফুল ইসলাম,পাবনা প্রতিনিধি | প্রকাশিত: ১ October ২০২৩ ১৭:৩৪

শরিফুল ইসলাম,পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১ October ২০২৩ ১৭:৩৪

শরিফুল ইসলাম,পাবনা প্রতিনিধি: পাবনা সাঁথিয়া থানা এলাকার কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ। ৩০শে সেপ্টেম্বর শনিবার সকালে বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাতেন, সদস্য আবু জাফর, আশরাফ আলী,শিবলী সাদিক রাশেদ,আরিফুল ইসলাম এবং বিদ্যোতসাহী সদস্য আলমগীর হোসেন।

এসময় সভাপতি আব্দুল বাতেন বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ের স্থায়ী জমি ক্রয়ে দূর্নীতি , নিয়োগ বানিজ্য, অনির্বাচিত কমিটি দ্বারা দীর্ঘদিন বিদ্যালয় পরিচালনা,নির্বাচিত ম্যানেজিং কমিটি সদস্যদেরকে হয়রানিমুলক মিথ্যা মামলা দায়ের এবং এবং বিভিন্ন সময় ম্যানেজিং কমিটির সদস্যদের নামে অপপ্রচারসহ প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দূর্নীতির চিত্র তুলে ধরে এক লিখিত বক্তব্য রাখেন।

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন টিভি সহ নিউজ পোর্টালের একাধিক গণমাধ্যম কর্মী। 



আপনার মূল্যবান মতামত দিন: