odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত বেড়ে ১০

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ October ২০২৩ ১৭:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ October ২০২৩ ১৭:৫৪

মেক্সিকোর উত্তরাঞ্চলে গির্জার ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০ হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। স্থানীয় সময় রবিবার বিকেলে সিউদাদ মাদেরো শহরে এ দুর্ঘটনা ঘটে। ধসের সময় সেখানে একটি অনুষ্ঠানে প্রায় ১০০ জন অংশ নিয়েছিল। 

এ ছাড়াও দুর্ঘটনায় ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

ধসের পর স্থানীয় বাসিন্দারা ভবনে ছুটে গিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করে। 

তামাউলিপাসের গভর্নর বলেছেন, ধ্বংসস্তূপের নিচে কেউ যেন না থাকে, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করছেন। এদিকে ধসের কারণ এখনো স্পষ্ট নয়।



আপনার মূল্যবান মতামত দিন: