odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ October ২০২৩ ১৫:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ October ২০২৩ ১৫:৫৩

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই তালিকায় কারাগারে এবং বাইরে থাকা সন্ত্রাসীদের নাম থাকবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব।

জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। যে ভিসানীতির কথা বলছেন, সেটি ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেটা এখনো চলমান রয়েছে। তাই এই বিষয় (ভিসানীতি) নতুন না। 



আপনার মূল্যবান মতামত দিন: