odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

শাহজালাল বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ October ২০২৩ ১৪:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ October ২০২৩ ১৪:০২

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণসহ ১ যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের গোয়েন্দা দল অভিযুক্তকে আটক করে।

আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার সৈয়দ মুকাদ্দেস হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুবাই থেকে আসা যাত্রীর লাগেজে আনা একটি এয়ার ফ্রাইয়ারের ভেতর প্রিভেন্টিভ টিমের মাধ্যমে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।

পরে তা ভেঙে ধাতব চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়। এটির ওজন ১ হাজার ৩৯০ গ্রাম। এছাড়া, একটি স্বর্ণের বার, ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ হাজার ৬০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

মুকাদ্দেস হোসেন জানান, আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: