odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

সরকার দুর্বল হয়ে দমন নীতি গ্রহণ করেছে : রিজভী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ October ২০২৩ ১৫:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ October ২০২৩ ১৫:২১

সরকার দুর্বল হয়ে দমন নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজকের সমাবেশ উপলক্ষে মঙ্গলবার থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না।

তিনি বলেন, আজকের সমাবেশ উপলক্ষে মঙ্গলবার থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না। সত্য ও ন্যায়ের সংগ্রাম সব সময় বিজয়ী হয়, হয়তো কিছু দিন কষ্ট হয়।



আপনার মূল্যবান মতামত দিন: