odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

সফলভাবে সম্পন্ন হল রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ October ২০২৩ ২০:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ October ২০২৩ ২০:৫৭

আজ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। রাষ্ট্রপতির  প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, আজ সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক  ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে  রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আবেদীন জানান,  রাষ্ট্রপতি  এখন পোস্ট অপারেটিভ ইউনিটে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন।

এর আগে রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। তিনি আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন। গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

সূত্র: বাসস



আপনার মূল্যবান মতামত দিন: