odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

নির্বাচনে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ October ২০২৩ ২১:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ October ২০২৩ ২১:০০

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। চার থেকে পাঁচ সদস্যের দল পাঠাবে বলে নির্বাচন কমিশনকে এক চিঠিতে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, চার থেকে পাঁচ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইইউর পর্যবেক্ষক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে।

তিনি আরো বলেন, তাদের দলে তিন থেকে চারজন পর্যবেক্ষক প্রতিনিধি থাকবেন। আর টেকনিক্যাল টিমের সদস্য থাকবেন দুজন। 



আপনার মূল্যবান মতামত দিন: