odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের তারিখ পেছাল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ October ২০২৩ ১৭:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ October ২০২৩ ১৭:১১

ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের তারিখ ফের পিছিয়েছে। নতুন তারিখ ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, প্রধানমন্ত্রীর শিডিউল জনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এটি আগামী ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।



আপনার মূল্যবান মতামত দিন: