odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

জাহাঙ্গীরকে ক্ষমা করল আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ October ২০২৩ ১৯:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ October ২০২৩ ১৯:৩৫

আওয়ামী লীগে ফিরলেন গাজীপুরের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের পর আবারও দল থেকে ক্ষমা পেলেন তিনি।

আজ শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই ক্ষমার বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই চিঠিতে বলা হয়, ‘শুভেচ্ছা গ্রহণ করবেন।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রার্থীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হলো। উল্লেখ্য, ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: