odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

আওয়ামী লীগ অতীতের মতো সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ October ২০২৩ ১৭:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ October ২০২৩ ১৭:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের মতো সব সময় তাদের পাশে থাকবে। তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগ সব সময় আপনাদের (হিন্দু সম্প্রদায়) পাশে ছিলাম এবং থাকব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন।

দেশ–বিদেশের বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণভাবে এই পূজা সম্পন্ন হোক, সেটাই আমরা চাই। আমরা পাশে আছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে আমাদের সংগঠনের নেতা-কর্মী প্রত্যেকেই পাশে থাকবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটতে পারে, সে জন্য আমরা সবাই সতর্ক থাকব।’



আপনার মূল্যবান মতামত দিন: