odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ভৈরবে মালবাহী ট্রেনে এগারো সিন্ধু ট্রেনের ধাক্কা : এখনো পর্যন্ত নিহত ১৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ October ২০২৩ ১৮:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ October ২০২৩ ১৮:০২

জংশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তাঁরা ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জংশনে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


UAE


আপনার মূল্যবান মতামত দিন: