odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

না ফেরার দেশে জবি উপাচার্য ইমদাদুল হক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ November ২০২৩ ০৮:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ November ২০২৩ ০৮:২৪

ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। শনিবার (১১ নভেম্বর) রাজধানীর বেসরকারী বিআরবি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালে উপাচার্যের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তা মো. ইসরাফিল হোসেনসহ একাধিক ব্যক্তি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

হাসপাতাল থেকে জানাযার উদ্দেশ্যে উপাচার্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনা হচ্ছে। এদিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েসহ পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত হবে। উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন।

এর আগে ক্যান্সারের উন্নত চিকিৎসা নিতে অধ্যাপক ইমদাদুল হক গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে গিয়েছেন। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন। 



আপনার মূল্যবান মতামত দিন: