odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মত রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে যুবলীগের শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ November ২০২৩ ০০:২৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ November ২০২৩ ০০:২৯

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শনিবার ১১ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে ধানমন্ডি ৩২ এ গিয়ে শেষ হয়।

উন্নয়ন শোভাযাত্রার শুরুতে নেতা-কর্মীদের শপথ পাঠ করান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শপথ বাক্যে যুবলীগ চেয়ারম্যান বলেন,

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি শপথ করিতেছি যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শহীদ শেখ ফজলুল হক মণির হাতে গড়া সংগঠন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র মোতাবেক গৃহীত প্রতিটি পদক্ষেপের প্রতি অবিচল থাকিবো। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলীষ্ঠ নেতৃত্বে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে অবিচল থেকে তার নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা রাখিব। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, সমস্ত অপশক্তি, অগণান্ত্রিক চক্রান্ত, সাম্প্রদায়িক সকল ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের উন্নতিকরনের সংগ্রামে ইস্পাত ঐক্য গড়ে তুলে অগ্র সৈনিকের ভূমিকা পালন করবো। আগামী দিনগুলোতে চলমান কর্মসূচি গুলো ঐক্যবদ্ধ এগিয়ে নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পঞ্চম বারের মত টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে বসাতে বদ্ধ পরিকর থাকিবো। কোনো অপশক্তির বাধাই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে বাধা হয়ে দাড়াতে পারবে না। ইনশাল্লাহ। এটাই হোক ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

তাছাড়া যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ও জাহাঙ্গীর কবির নানক প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।



আপনার মূল্যবান মতামত দিন: