odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

দু'একদিনের মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৪:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৪:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের নির্বাচন ঘনিয়ে এসেছে। হয়তো দু’এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ও সময় (তফসিল) ঘোষণা করবে। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। কাজেই জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে।

আজ মঙ্গলবার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: