odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

সব দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই: ড. কামাল হোসেন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৭:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৭:৪০

গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমি জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেটি হলে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। দেশের জাতীয় ঐক্য আরও সুসংহত করে, সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যে এসে তারপর সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করা উচিত।

তিনি আরও বলেন, সব দলকে নিয়ে জাতীয় সংলাপের মধ্যদিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কথা জানিয়েছি। বর্তমান সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের পরামর্শও দিয়েছি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিল পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. কামাল হোসেন। 



আপনার মূল্যবান মতামত দিন: