odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানীতে যুবলীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ November ২০২৩ ২৩:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ November ২০২৩ ২৩:৪৮

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনগুলো আনন্দ শোভাযাত্রা করেছে। আজ সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবলীগের উদ্যোগে মহাসমাবেশের আয়োজন করা হয়। এবং তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। 

আনন্দ শোভাযাত্রাটি বিজয় সরণি হয়ে ফার্মগেট মোড়ে এসে আনন্দ সিনেমাহলের সামনে এসে শেষ হয়। 

বিক্ষোভ সমাবেশে ও আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। 

আনন্দ মিছিল শেষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস বলেন,

বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের জন্য আজকে একটি শুভদিন। আজকে আমরা একটা গণতন্ত্রকামী নির্বাচনের দিকে আগাচ্ছি। সেজন্য জনগণ ও নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। কেননা নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচন কমিশন একটা তফসিল ঘোষণা করেছে। তাছাড়া ধন্যবাদ জানাই সকল নেতাকর্মীদের। যারা এই বছরের শুরু থেকেই গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা বিরোধী, সকল অপশক্তিকে রাজপথে মোকাবিলা করেছে,আন্দোলন সংগ্রাম করেছে।

তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন যে কোনো ভাবেই আমাদের আত্নতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এই সকল দেশবিরোধী অপশক্তিকে সামনেও নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে প্রতিহত করতে হবে। আমাদের সচেতন থাকতে হবে যাতে তারা নির্বাচন বানচাল করতে না পারে।

বিএনপি জামায়াতের সমালোচনা করে তিনি বলেন তাদের উদ্দেশ্য দুটি। এক. নির্বাচন বানচাল করার পায়তারা ; দ্বিতীয়. অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানো।

তাই সকল নেতাকর্মীদের বলতে চাই আগামী ৭ জানুয়ারি আগ পর্যন্ত সকল বাধা প্রতিহত করতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সতর্ক হতে হবে এবং একটা প্রতিযোগিতা ও অংশগ্রহণ মূলক নির্বাচনের মধ্য দিয়ে নৌকাকে জয়ী করে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দীন রানা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ কেন্দ্রীয় ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: