odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ইরাকের কোন এক মার্কেটে ট্রাক বোমা হামলায় আহত ৬০ নিহত ৩২

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ November ২০১৭ ১৪:০৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ November ২০১৭ ১৪:০৩

ইরাকের উত্তরাঞ্চলীয় তুজ খুরমাতু শহরে এক শক্তিশালী ট্রাক বোমা হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন। কিরকুক প্রদেশের শিয়া অধ্যুষিত শহরটির একটি ব্যস্ত মার্কেটে মঙ্গলবার এই হামলা চালানো হয়।

শহরের হাসপাতাল সূত্র জানিয়েছে, এই হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তারা বলছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে হামলায় নিহতদের মধ্যে ইরাকি নিরাপত্তা বাহিনীর অন্তত ছয় সদস্য রয়েছেন। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত খিলাফতের অবসান হওয়ার পর এই হামলা চালানো হলো।

শুক্রবার ইরাকের সেনাবাহিনী দেশটির সিরিয়া সীমান্তবর্তী রাওয়া শহরের দখল নেয়। ইরাকে এই শহরটি ছিলো আইএসের সর্বশেষ আশ্রয়স্থল। এর দুইদিন পর সিরিয়ার সেনাবাহিনী দেশটির আলবু কামাল শহর পুনর্দখল করে। সিরিয়ায় আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি ছিল এই আলবু কামাল।

 



আপনার মূল্যবান মতামত দিন: