odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

লিপু হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ November ২০১৭ ১৬:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ November ২০১৭ ১৬:২৮

কুষ্টিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিপুকে অপহরণের পর হত্যার অপরাধে দুইজনকে মৃত্যুর আদেশ ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলার আরো ১৮ আসামির মধ্যে বাকি আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ রোজ বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন বাপ্পী ও সুমন। রায় ঘোষণার সময় আদালতে বাপ্পিসহ ৯ আসামি উপস্থিত ছিলেন। সুমনসহ বাকি আসামিরা পলাতক। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, তারা লিপুকে অপহরণ করে হত্যা করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের নাম প্রকাশ করে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ মামলাটি তদন্ত করে ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। শুনানি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান যে, ২০১৪ সালের ৩১শে আগস্ট  বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কয়েকজন বন্ধু লিপুকে অপহরণ করেন। তারপর  অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে লিপুর বাবার কাছে তিন কোটি টাকা দাবি করেন। লিপুর পিতা মোঃ ওয়াহিদুল ইসলামের বাদী হয়ে ৪ঠা  সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় ছেলের বন্ধু ইমন, শুভ ও রাতুলের বিরুদ্ধে  মামলা করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: