odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির নেপথ্যে রাজনৈতিক অস্থিরতা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ November ২০২৩ ১০:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ November ২০২৩ ১০:৪৫

এবারের নির্বাচন অন্য জাতীয় নির্বাচনের মতো নয়। দেশের অর্থনীতির অবস্থাও আগের মতো নেই। এই ভিন্ন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির অনিশ্চয়তাকে আরো বাড়িয়ে দিচ্ছে।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) মনে করে, এ অবস্থায় এখনই সতর্কভাবে সংস্কারের নীতি গ্রহণ করা উচিত। নির্বাচনের পরে রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে অর্থনৈতিক সংস্কারের দিকনির্দেশনা আসা খুব জরুরি।

পিআরআইয়ের মতে, এবারই প্রথমবারের মতো রাজনীতি ও অর্থনীতি দুই বিষয়ে একসঙ্গে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গতকাল মঙ্গলবার পিআরআইয়ের বনানী কার্যালয়ে আইএমএফ এবং বাংলাদেশ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআরআইয়ের গবেষণা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক।



আপনার মূল্যবান মতামত দিন: