odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

বিশ্বকাপ ফাইনাল হারার জন্য মোদীকে দোষছেন রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ November ২০২৩ ১৪:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ November ২০২৩ ১৪:১৮

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল পর্যন্ত টানা ১০ ম্যাচ জিতে কাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছিল স্বাগতিক দেশ ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্যত দাঁড়াতেই পারেনি রোহিত-কোহলিরা। অজিদের কাছে ৬ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া। 

কিন্তু গত ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচে এই হারের পরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই হারের জন্য নাম না করেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

গত মঙ্গলবার রাজস্থানের জালোরে বিধানসভা নির্বাচনী প্রচারণায় রাহুল গান্ধী বলেন 'আমাদের ছেলেরা ফাইনাল ম্যাচ প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু ওই 'অপয়া' সব নষ্ট করে দিল। ' 

আমেদাবাদ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখতে মোদী ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কয়েকজন রাজনীতিবিদ।



আপনার মূল্যবান মতামত দিন: